বুড়িমারী ইউনিয়নেরনামকরণঃ-জনমূখে জানা যায় যে, জিরোপয়েন্টের নিকট একটি কংগ্রেসের হাট নামে একটি হাট ছিল। সেই হাটে প্রতিদিন জনৈক বুড়ী হাটে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। কিন্ত পরবর্তীতে ঐ বুড়ি এত দূর রাস্তা যাতায়াতের অসুবিধার কারনে স্থানীয় একটি বট গাছের নীচে বেচাকেনা শুরূ করেন। একে কেন্দ্র করে পরবর্তীতে উক্তস্থানে একটি বাজার গড়ে উঠে উক্ত বাজারটি পরে বুড়ির বাজার>বুড়িহাট>বুড়িমারী হাট নাম করণ করা হয়৷
সীমানাঃ উত্তরে ধরলা নদী,দক্ষিনে ভারত ও পাটগ্রাম ইউনিয়ন, পশ্চিমেভারত,পূর্বে পাটগ্রাম ইউনিয়ন৷
আয়তনঃ ১৮.৬০০বর্গকিলোমিটার ৷
যোগাযোগ ব্যবস্থাঃ সড়কপথ ও রেলপথ ৷
লোকসংখ্যাঃ-২৯০০০জন৷