সীমানা : পশ্চিমে ভারত(বুড়িমারী স্থল বন্দর) , উত্তরে ভারত , শ্রীরামপুর ইউপি , দক্ষিণে ভারত এবং পূর্বে পাটগ্রাম ইউনিয়ন।
আয়তন : ২৩.২২ বর্গকিলোমিটার ।
লোকসংখ্যা : ২২,৩৩৫ জন।
ভোটার : ১৩,৩৫৯ জন (নারী পুরুষ উভয়ই)।
যোগাযোগ ব্যবস্থা : রেলপথ এবং সড়কপথ,ইউনিয়নের পাঁকা রাস্তার পরিমান ২৬ কিলোমিটার।
শিক্ষা প্রতিষ্ঠান : ১ টি কলেজ, ২টি হাইস্কুল ,১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি রেজিষ্টার্ট প্রাথমিক বিদ্যালয় আছে।
স্বাস্থ্য : এই ইউনিয়নে ১ টি উপস্বাস্থ্য কেন্দ্র , ২ কমিউনিটি ক্লিনিক , এবং ১টি মেডিকেল আছে।
নদী : ধরলা নদী।
প্রাকৃতিক সম্পদ : এই ইউনিয়ন নুড়ি পাথরের জন্য বিখ্যাত।
দর্শনীয় স্থান : বুড়িমারী স্থলবন্দর এবং মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টর হেড কোয়ার্টার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস